১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার, রাত ১২:৩৩



আজ : ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার প্রকাশ করা : এপ্রিল ৬, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    বেতাগীতে বিএনপির কর্মী সম্মেলনকে কেন্দ্র করে দু’গ্রুপের ভিন্ন কর্মসূচি

    বেতাগী (বরগুনা) প্রতিনিধি:

    বরগুনার বেতাগী উপজেলা ও পৌর বিএনপি’র বর্ধিত সভাকে কেন্দ্র করে পৌর শহরে দু’গ্রুপের ভিন্ন ভিন্ন স্বাগত মিছিল ও পথসভা করেছে। আগামীকাল রবিবার (৬ এপ্রিল) বেতাগী উপজেলা ও পৌর বিএনপি’র বর্ধিত সভা উপলক্ষে শহরে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে।

    বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, বরগুনা জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপুকে স্বাগত জানিয়ে সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান কবিরের নেতৃত্বে তার সমর্থকদের নিয়ে শনিবার বিকেলে পৌর শহরে একটি মিছিল করেন। মিছিলটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদর্ক্ষিন করে বাসস্ট্যান্ডে এসে পথসভা করেন।

    সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি মো: শাহজাহান কবিরের সভাপতিত্বে পথসভায় বক্তিতা করেন, সাবেক উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো: জলিলুর রহমান খান নান্না, সাবেক পৌর বিএনপি’র সভাপতি মো: হাবিবুর রহমান খান নান্না, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো: হাফিজুর রহমান সোহাগ, সাবেক যুবদল সভাপতি মো: ফারুক হোসেন খোকন, সাবেক ছাত্রদল সভাপতি মো: নুরুল ইসলাম পান্না, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খন্দকার জলিলুর রহমান, বেতাগী উপজেলা যুবদলের আহবায়ক মো: মনিরুজ্জামান জুয়েল, বরগুনা জেলা যুবদল সহ-সভাপতি ইকবল হোসেন বুলেট, উপজেলা ছাত্রদলের আহবায়ক সোয়েব কবির।

    বরগুনা জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপুকে স্বাগত জানিয়ে সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি মো: শাহজাহান কবির বলেন,’ আগামী দিনগুলোতে তারেক জিয়া’র নেতৃত্বে বাংলাদেশকে একটি সমৃদ্ধিশালী দেশ হিসেবে রূপান্তর করতে দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে জোড়ালো দাবি করেন।

    শনিবার সন্ধ্যার পরে উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো: হুমায়ুন কবির মল্লিকের নেতৃত্বে বরগুনা জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপুকে স্বাগত জানিয়ে পৌর শহরে স্বাগত মিছিল বের করেন।

    মিছিল শেষে উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো: হুমায়ুন কবির মল্লিকের সভাপতিত্বে পথসভায় বক্তিতা করেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, পৌর বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান খান, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মামুন পারভেজ আসাদ, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম সিদ্দিকী।