মঠবাড়িয়ায় জেলে পল্লীর সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ
শিবু সাওজাল, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া বলেশ্বর নদী পাড়ের জেলে পল্লীর বিদ্যালয়মুখী সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে একবক্স করে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। হাতেখড়ি ফাউন্ডেশন ও সমাজসেবক এ আর মামুন খানের উদ্যোগে কাটাখাল ও জানখালী এলাকার জেলেপল্লীর শতাধীক শিশুদের হাতে এ উপহার সামগ্রী দেয়া হয়।
এ সময় বক্তব্য রাখেন, সমাজসেবক এ আর মামুন খান, সাংবাদিক ইসরাত জাহান মমতাজ, ইসমাইল হোসেন হাওলাদার, জুলফিকার আমীন সোহেল, সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক রুবেল মিয়া নাহিদ, সভাপতি সুমন মিস্ত্রি সজিব, মঠবাড়িয়া শাখার সভাপতি আবিদ হাসান, সাধারণ সম্পাদক শেখর হালদার, সদস্য ইমদাত হোসেন রাব্বি, হামিদা আক্তার প্রমুখ।
উপহার পাওয়া শিশু সানজিদা আক্তার বলে, এ উপহার আমাদের পরিবারে ঈদ আনন্দ বয়ে আনবে।
পঞ্চম শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম বলে, রঙিন বক্সে ঈদ উপহার পেয়ে আমার খুব ভালো লাগছে। বক্সগুলো দেখতে অনেক সুন্দর। সেমাই, চিনি, দুধ ভর্তি। আমি মা-বাবাকে নিয়ে ঈদ পালন করতে পারবো ভেবে আনন্দ লাগছে।
বিশিষ্ট সমাজসেবক এ আর মামুন খান বলেন, এ বছর হাতেখড়ি ফাউন্ডেশন এর মহৎ কাজে উপস্থিত থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আলোকিত মানুষের এমন মহৎ উদ্যোগ অব্যাহত থাকুক। সংগঠনের সংশ্লিষ্টদের জন্য তিনি শুভ কামনা করেন। সবসময় এই অবহেলিত জনগোষ্ঠীর জন্য পাশে থেকে কাজ করে যাব।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক রুবেল মিয়া নাহিদ বলেন, সমাজের এ অবহেলিত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার সুযোগ ও তাদের মুখে ঈদের আনন্দ হাসি দেখতে পাওয়াটা আমার কাছে মানসিক প্রশান্তির।