টেকনাফে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৪
কক্সবাজার প্রতিনিধি:
জমি সংক্রান্ত বিরোধের জেরে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুরানপাড়া মন্তলিয়া এলাকায় নারীসহ চারজনকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার(২২ মার্চ) সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুরানপাড়া মন্তলিয়া গ্রামে এঘটনা ঘটে।
বর্তমানে আহতরা কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। আহতরা হলেন- মন্তলিয়া এলাকার মৃত হাজী ছৈয়দ আহমেদের ছেলে বদিউজ্জামাল (৫০), ছোছন জামান (৪৫), বদিউজ্জামানের স্ত্রী লতিফুন্নেছা (৪৫), মনির আহমদ (৫০)।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে বদিউজ্জামানের সঙ্গে একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ উল্লাহর বিরোধ চলে আসছিল।
এর জেরে শনিবার মোহাম্মদ উল্লাহর নেতৃত্বে শাহারিয়া,ছৈয়দুল হক,নুর আলম,নুরুল বশরসহ ১০ থেকে ১২ জনের একটি দল বদিউজ্জামানের বসত বাগানে হামলা করে ভাংচুর করে। বদিউজ্জামান,ছোছন জামান তাদেরকে বাঁধা দেয়।এসময় তাদের পিটিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। তাদের চিৎকারে স্ত্রী লতিফুন্নেছা ও চাচাত ভাই মনির আহমদ এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে জখম করে হামলাকারীরা।
পরে আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশের একটি টিম ঘটনাস্থলে পরিদর্শন করেছে বলেও জানান ভুক্তভোগী পরিবার।
আহত বদিউজ্জামান জানান, ৫০ বছর ধরে আমার জমিটি ভোগ দখল করে আসছি। সম্প্রতি এ জমি মোহাম্মদ উল্লাহ দাবি করে। জমির কাগজপত্র নিয়ে সালিশি বৈঠকে বসতে বললে সে মানতে নারাজ।চিহ্নিত ভূমিদস্যু একটি সিন্ডিকেট জোরপূর্বক দলবল নিয়ে আমার বসতবাগান ভাংচুর, হামলা ও জমি দখলে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করেন আহত বদিউজ্জামান।
এবিষয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোভন কুমার সাহা বলেন, ৯৯৯ ফোন কলের মাধ্যমে জানতে পেরে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়। লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।