৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার, দুপুর ১২:০৬



আজ : ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার প্রকাশ করা : মার্চ ২০, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    অস্ট্রেলিয়ার ভিসার জন্য আর দিল্লি যেতে হবেনা

    নিজস্ব প্রতিবেদক, ঢাকা :

    অস্ট্রেলিয়ার ভিসার জন্য আর দিল্লি যেতে হবেনা এখন থেকে ঢাকা থেকেই ভিসা দেবে অস্ট্রেলিয়া। বাংলাদেশিদের জন্য ঢাকা হাইকমিশন থেকে ভিসা প্রসেস করবে অস্ট্রেলিয়া।

    বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, খুব শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

    বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে টেলিফোন করেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক।

    গত অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বাংলাদেশ সফরের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশটিকে বাংলাদেশ থেকে ভিসা প্রসেস করার অনুরোধ করেন। এর আগে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া নয়াদিল্লি থেকে করা হতো।