-
বেতাগীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
-
৫ দফা দাবিতে পিরোজপুর ইসলামী ফাউন্ডেশনের মানবন্ধন
-
নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
-
মহেশখালীতে অস্ত্র ও গুলি উদ্ধার: গ্রেফতার ১
বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ জিয়া শিশু একাডেমি’র মহাপরিচালক এম. হুমায়ুন কবির প্রতি বছরের মতো এবছরও ঈদ উপহার বিতরণ এবং ইফতার মাহফিলের আয়োজন করেন।
বরগুনার বেতাগী উপজেলার তার নিজ গ্রামের বেগম খালেদা জিয়া বালিকা বিদ্যালয় ও কৃষি কলেজ মাঠে গতকাল সোমবার (১৭ মার্চ)এই ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এই সময়ে বেতাগী উপজেলাসহ সকল ইউনিয়ন পর্যায়ের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা বলেন, প্রতি বছর মতো এবারও বাংলাদেশ জিয়া শিশু একাডেমির মহাপরিচালক তার জেলায় এসে আমাদের কয়েকশ নেতাকর্মীদের মাঝে এই ঈদ উপহার বিতরণ করেছেন। এই উপহার পেয়ে আমরা খুবই আনন্দিত।
বিএনপি’র এক নেতা বলেন, আমি দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি, অনেক কষ্ট সহ্য করেছি। এম. হুমায়ুন কবির সর্বদা আমাদের খোঁজখবর রেখেছেন এবং আমাদের পাশে থেকে ভালোবাসছেন, তাই তার এবং দলের প্রতি আমাদের ভালোবাসা কমেনি।
বাংলাদেশ জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম. হুমায়ুন কবির বলেন, রমজান মাসের প্রতি আমাদের যে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে তা কেবল আমাদের নিজেদেরই নয়, বরং আমাদের সমাজের প্রতিটি ব্যক্তিরও উপভোগ করা উচিত।