৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার, রাত ১০:০৬



আজ : ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, সোমবার প্রকাশ করা : মার্চ ১৭, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আরও একটি কর্পোরেট স্বাস্থ্যচুক্তি

    নিজস্ব প্রতিবেদক, ঢাকা :

    ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও মিউজিক এসোসিয়েশন অব মিরপুর (মাম) এর মধ্যে এক দ্বিপাক্ষিক কর্পোরেট স্বাস্থ্যচুক্তি সম্পন্ন হয়েছে। আজ সোমবার, ১৭ মার্চ এ চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন – ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্ত্তী এবং মিউজিক এসোসিয়েশন অব মিরপুর- এর ভাইস প্রেসিডেন্ট মোর্শেদ খান।

    উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) একেএম সাহেদ হোসেন ও হেড অব কর্পোরেট নিতা চক্রবর্ত্তী, সিনিয়র এক্সিকিউটিভ (কর্পোরেট বিজনেস ডেভেলপমেন্ট) আমিনুল ইসলাম সুমন এবং মিউজিক এসোসিয়েশন অব মিরপুর এর প্রেসিডেন্ট আখতার হোসেন মোল্লা এবং সদস্য মনোয়ার বাবু।

    চুক্তির আওতায় মিউজিক এসোসিয়েশন অব মিরপুরের সকল কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবার এখন থেকে এই হাসপাতালে এক্সিকিউটিভ হেল্থ চেক-আপ, কার্ডিয়াক হেলথ চেক-আপ ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড় পাবেন। এছাড়াও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন। উল্লেখ্য- ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল একটি শিল্পী বান্ধব হাসপাতাল।