হাতের তৈরি মুড়ির নতুন ব্র্যান্ড গোল্ডেন গ্রেইন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা :
বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে মুড়ি এক বিশেষ স্থান দখল করে আছে। নানা স্মৃতির সঙ্গে জড়িত এই খাবারটি এবার নতুন আঙ্গিকে হাজির হয়েছে বাজারে। বরিশালের গ্রামীণ নারীদের হাতে তৈরি সুগন্ধি ও খাস্তা মুড়ি নিয়ে এসেছে নতুন ভোগ্যপণ্য ব্র্যান্ড গোল্ডেন গ্রেইন।
গোল্ডেন গ্রেইনের প্রতিষ্ঠাতা সুমন মল্লিক জানান তাদের লক্ষ্য গ্রাহকদের কাছে শতভাগ খাঁটি, সুগন্ধি ও স্বাদের মুড়ি পৌঁছে দেওয়া। বর্তমান বাজারে বেশিরভাগ মুড়ি মেশিনে তৈরি হলেও, গোল্ডেন গ্রেইন নিয়ে এসেছে হাতের তৈরি খাঁটি মুড়ি।
তিনি আরও বলেন, গ্রামীণ নারীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা এই উদ্যোগ শুধুমাত্র একটি ব্যবসা নয়, বরং গ্রামের নারীদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করছে। মুড়ি তৈরির মাধ্যমে অনেক নারী নিজেদের পায়ে দাঁড়াচ্ছেন, সন্তানদের পড়াশোনার খরচ চালাতে পারছেন এবং নিজেদের উন্নয়নের জন্য বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।
গোল্ডেন গ্রেইন মুড়ি পাওয়া যাচ্ছে জনপ্রিয় অনলাইন গ্রোসারি চালডাল, সুপার শপ মীনা বাজার, প্রিন্স বাজার, আপন ফ্যামিলি মার্ট, TCM-সহ বিভিন্ন বাজারে।
শীঘ্রই আরও কিছু আকর্ষণীয় ভোগ্যপণ্য বাজারে নিয়ে আসার জন্য কাজ করছে গোল্ডেন গ্রেইন।
সংবাদ বিজ্ঞপ্তি।