১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার, দুপুর ১:১৫



আজ : ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার প্রকাশ করা : মার্চ ১২, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    ধর্ষণবিরোধী পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলায় মামলা

    নিজস্ব প্রতিবেদক, ঢাকা :

    রাজধানীতে ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের ওপর হামলার ঘটনায় ১২ জনের নামে রমনা থানায় মামলা করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা হিসেবে আরও ৭০ থেকে ৮০ জনকে এ মামলায় আসামি করেছে পুলিশ।

    বুধবার (১২ মার্চ) রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য অনুযায়ী, ৬০ থেকে ৭০ জনের ওই বিক্ষোভকারী দলটি নারীদের ঢাল হিসেবে ব্যবহার করে পুলিশের ব্যারিকেড ভাঙতে উদ্যত হয়। পরে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতকরণ ও যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ তাদের সরে যেতে অনুরোধ করে। এতে বিক্ষোভকারীরা পুলিশের ওপর চড়াও হয় এবং উদ্ধত ও মারমুখী আচরণ প্রদর্শন করে।

    এ নিয়ে বাগ্‌বিতণ্ডা চলাকালে বিক্ষোভে অংশ নেয়া নারীদের নখের আঁচড়ে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে এবং অতর্কিত ইট-পাটকেল নিক্ষেপসহ লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে রমনা জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন গুরুতর আহত হন।

    এছাড়া রমনা ডিভিশনের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম ছাড়াও দুইজন নারী পুলিশ সদস্য এবং তিনজন পুরুষ কনস্টেবল আহত হন। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।