১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার, রাত ২:০৮



আজ : ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার প্রকাশ করা : মার্চ ১০, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    ফুলপুরে অটোরিকশা-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

    ময়মনসিংহ প্রতিনিধি :

    সোমবার (১০ মার্চ) সকাল ৯টার দিকে ফুলপুর উপজেলার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের মাওড়াদেওরা চওরা বাড়ি এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

    এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন। নিহত ও আহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

    জানা গেছে, নকলা থেকে ফুলপুর যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

    এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। ট্রাকটি ময়মনসিংহ থেকে শেরপুরের দিকে যাচ্ছিল।

    ফুলপুর থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ট্রাক-অটোরিকশার সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন।খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে নিহত এবং আহতদের পরিচয় পাওয়া যায়নি।

    ট্রাকটি পালিয়ে গেছে। আমাদের আইনিপ্রক্রিয়া চলমান রয়েছে।