তিন অদম্য মেধাবীকে বেতাগী উপজেলা প্রশাসনের সংবর্ধনা
জসিম উদ্দিন, বেতাগী ( বরগুনা) প্রতিনিধি:
মেডিকেল ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ তিনজন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছেন বেতাগী উপজেলা নির্বাহী অফিসার বশির গাজী। এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া তিন শিক্ষার্থী অরণ্য হাসান রিয়ন (হবিগঞ্জ মেডিক্যাল কলেজ), খাদিজা (মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজ) ও সাবরিনা ছগির মিম( সাতক্ষীরা মেডিকেল কলেজ) ।
উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ তাঁদের এ সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার বশির গাজীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বেতাগী পৌর বিএনপি’র সদস্য সচিব মো. মিজানুর রহমান খান, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী প্রভাষক শাহাদাৎ হোসেন মুন্না, উপজেলা বিএনপি’র সি. যুগ্ন আহ্বায়ক অধ্যক্ষ শাহীন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিদুজ্জামান, বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবির, বেতাগী প্রেসক্লাবের সভাপতি কামাল হোসেন খান, হবিগঞ্জ মেডিকেল কলেজে অধ্যায়নরত সংবর্ধিত শিক্ষার্থী অরণ্য হাসান রিয়নের বাবা ও দৈনিক কালোবেলা’র উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান কোয়েল সিকদার, মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজে খাদিজা আক্তারের বাবা বেতাগী পৌরসভার স্বাস্থ্য কর্মী জহিরুল ইসলাম প্রমুখ।
খাদিজা বলেন, ‘আমি খুব খুশি। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি যেন ডাক্তার হয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি।’
সাবরিনা ছগির মিম বলেন, ‘ডাক্তারি একটা মহান পেশা। আমি পড়াশুনা শেষ করে যেন মানুষের সেবা করতে পারি। সবাই দোয়া করবেন।’
উপজেলা নির্বাহী অফিসার বশির গাজীর বলেন, ‘এ বছরও আমাদের বেতাগী থেকে শিক্ষার্থীরা চান্স পেয়েছেন। আমরা চাই আগামীতেও শিক্ষার্থীরা এ ধারাবাহিকতা ধরে রাখুক।’