১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার, দুপুর ১:১৬



আজ : ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার প্রকাশ করা : মার্চ ৮, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    বীর উত্তম কাদের সিদ্দিকী জামায়াতের ইফতার মাহফিলে

    নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল:

    টাঙ্গাইল জেলা জামায়াতের বিশিষ্টজনদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়েছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক বীর উত্তম কাদের সিদ্দিকী।

    শনিবার (৮ মার্চ) টাঙ্গাইলের প্রেসক্লাব মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি।

    স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে কাদের সিদ্দিকীকে কখনোই জামায়াতের সাথে প্রকাশ্যে এক টেবিলে বসতে দেখা যায়নি বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

    এমন কি ২০২৩ সালের ২৬ জানুয়ারি টাঙ্গাইলে সখিপুর উপজেলার হতেয়া হাজী হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কাদের সিদ্দিকী বলেছিলেন, ‘আল্লাহ যদি আমাকে বেহেশতেও নিতে চান, আমি জামায়াতের সঙ্গে বেহেশতে যাব না। কারণ তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। যুদ্ধের সময় মা-বোনের ইজ্জত হরণ করতে পাকিস্তানিদের সহযোগিতা করেছে। জামায়াত ছাড়া কারো সঙ্গে আমার কোনো বিরোধ নেই। ’

    তবে আজ আর কোনো বক্তব্য দেননি বীর উত্তম খেতাবপ্রাপ্ত এ মুক্তিযোদ্ধা।