১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার, বিকাল ৫:০২



আজ : ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার প্রকাশ করা : মার্চ ৮, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    টেকনাফে অস্ত্রসহ তিন অপহরণকারী আটক, অপহৃত উদ্ধার

    জাফর আলম, কক্সবাজার ব্যুরো:

    কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে আগ্নেয়াস্ত্রসহ তিন অপহরণকারীকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বাসিন্দা অপহৃত আরিফুল ইসলাম শুভ নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা।শনিবার (৮ মার্চ) দুপুরে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে নৌবাহিনী।

    আটকরা হলেন- টেকনাফ হোয়াইক্যং বালুখালী এলাকার হেলাল উদ্দিন (৪৬), একই গ্রামের আলতাস (৪৫) ও মুজিব (৪২)।নৌবাহিনী জানায়, মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

    এরই অংশে শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হোয়াইক্যংয়ে বালুখালী নামক স্থানে যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ। এ সময় অপহরণ চক্রের মূল হোতা অস্ত্রধারী মাদক কারবারি হেলাল উদ্দিনসহ তার দুই সহযোগীকে আটক করা হয়।

    পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে অপহৃত ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।এর আগে, গত ৩ মার্চ কাজের সন্ধানে টেকনাফে আসলে অপহরণের শিকার হন আরিফুল।

    পরে অপহৃত ব্যক্তির পরিবারের কাছে প্রায় তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল অপহরণকারীরা। অবশেষে নৌবাহিনী তাকে উদ্ধার করে। আটক হেলাল উদ্দিনের বাড়িসংলগ্ন মাটির নিচে পুঁতে রাখা ৪টি আগ্নেয়াস্ত্র ৭ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়।

    আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, নৌবাহিনীসহ যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ তিন অপহরণকারী আটকসহ এক অপহৃতকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। অপরাধীদের ধরতে এ অভিযান অব্যাহত থাকবে।