১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার, রাত ৪:১৮



আজ : ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার প্রকাশ করা : মার্চ ৭, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মশাল মিছিল

    নিজস্ব প্রতিবেদক, ঢাকা :

    সারাদেশে অব্যাহত হত্যা, ধর্ষণ, ডাকাতি বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ ও অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ যুব ইউনিয়ন। শুক্রবার(৭ মার্চ) ঢাকার পল্টনে মশাল মিছিল ও সমাবেশ করে এ দাবি জানায় তারা। সমাবেশ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানানো হয়।

    সমাবেশে ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। অথচ আমরা দেখছি একের পর এক হত্যা, ধর্ষণ, ডাকাতি আর মব জাস্টিসের ঘটনা। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন আজ বায়তুল মোকাররমের সামনে প্রকাশ্যে ঘোষণা দিয়ে মিছিল করেছে। মেট্রোরেলে যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন নিপীড়িত নারীর পরিচয় সামনে এনে তাকে আবারও হেনস্তা করা হয়েছে। অভিযুক্তকে ছাড়িয়ে নিতে একদল অপরাধী থানা ঘেরাওয়ের দুঃসাহস দেখিয়েছে। এভাবে চলতে পারে না। এসব অপরাধীকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।

    যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম বলেন, আজ দুঃখভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে দাঁড়িয়েছি। আমার মেয়ের বয়সী একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। রাস্তাঘাটে, ক্যাম্পাস নারীর জন্য অনিরাপদ হয়ে উঠছে। যেখানে সেখানে মব জাস্টিসের নামে সংঘটিত হচ্ছে অপরাধ।

    সরকারের উপদেষ্টাদের উদ্দেশে তিনি বলেন, আপনারা অন্ধ না হয়ে গেলে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিন। একটা স্বৈরাচারের বিদায়ের পর আপনারা দায়িত্ব নিয়েছেন। আপনাদের কাছে জনগণের যে আকাঙ্ক্ষা তা পূরণ করুন। বিগত স্বৈরাচারের বিরুদ্ধে বামপন্থিরা যেমন সোচ্চার ছিল, বর্তমান অনাচারের বিরুদ্ধেও তারা রাস্তায় নেমেছে। ভবিষ্যতেও জনগণের দাবির পক্ষে আমরা রাজপথে থাকব।

    সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে হত্যা, ধর্ষণ, ডাকাতিসহ সব ধরনের অপরাধে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানান। এর আগে ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের নেতাকর্মীরা একটি মশাল মিছিল নিয়ে পল্টন এলাকা প্রদক্ষিণ করে সমাবেশস্থলে জড়ো হন।