-
কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ৪০
-
২৯ এপ্রিল হজ ফ্লাইট শুরু
-
মুক্তিযোদ্ধা কোটায় মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণদের ভর্তি প্রক্রিয়া স্থগিত
-
আবারও ২৪ ঘণ্টার আল্টিমেটাম সাত কলেজ শিক্ষার্থীদের
ঢাবি প্রতিনিধি, ঢাকা :
বায়তুল মোকাররমে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সমাবেশকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্রসংসদ। শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তারা এসব কথা বলেন।
হিজবুত তাহরীর দেশকে অস্থিতিশীল করতে মাঠে নামছে এবং রাষ্ট্রীয় বাহিনী তা ঠেকাতে ব্যর্থ হচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি।
গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, হাসিনার ফ্যাসিবাদী আমলের পতনের পর থেকে হিজবুত তাহরীর মতো অনেকগুলো জঙ্গি সংগঠনের তৎপরতা বেড়ে গেছে। যারা আগের মতো হাসিনার সেই বাকশালী থিওরি বাস্তবায়ন করছে। যারা হাসিনার মতবাদকে লালন করবে তাদের পরিণত হাসিনার মতো হবে।
তিনি আরও বলেন, আমরা দেখেছি হিজবুত তাহরীর উগ্রবাদের চর্চা করেন। আমরা ৫ আগস্টের পর থেকে দেখছি তাদের দৌরাত্ম আরও বেড়ে গেছে। সেখানে পুলিশ কী ভূমিকা পালন করেছিল। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কী করছে? যারা আজ এই সমাবেশ করেছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার করতে হবে। তাদেরকে গ্রেপ্তার করে তদন্তের আওতায় আনতে হবে। একইসঙ্গে তাদের মদদদাতাদেরও গ্রেপ্তার করতে হবে।
বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে হিজবুত তাহরীরের মতো জঙ্গি সংগঠন তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। আজকে বায়তুল মোকাররম মসজিদ থেকে তারা মিছিল করেছে, যা আমাদের জন্য উদ্বেগজনক।
উল্লেখ্য, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর ঢাকায় শুক্রবার (৭ মার্চ) মার্চ ফর খিলাফাত নামে এক কর্মসূচি পালন করে।