২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার, রাত ৯:১২



আজ : ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার প্রকাশ করা : মার্চ ৬, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা

    নিজস্ব প্রতিবেদক, ঢাকা :

    দেশ ও জাতির জন্য সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য চলতি বছর আটজন বিশিষ্ট নাগরিককে স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে।

    বৃহস্পতিবার (০৬ মার্চ) সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

    ২০২৫ সালে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্টজনদের মধ্যে আছেন- মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী (মরণোত্তর), পপ সম্রাট আজম খান (মরণোত্তর), কবি আল মাহমুদ (মরণোত্তর), বামপন্থি রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ (মরণোত্তর), ভাস্কর নভেরা আহমেদ (মরণোত্তর), বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ (মরণোত্তর)।

    যদিও আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা আসেনি তবে একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ (মরণোত্তর) চলতি বছরে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন উপদেষ্টা আসিফ ভুঁইয়া ও আসিফ নজরুল সামজিক মাধ্যমে আগেই লিখেছিলেন।

    উল্লেখ্য, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য স্বাধীনতা পদক দেওয়া হয়। এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। পুরস্কার হিসেবে প্রত্যেককে ১৮ ক্যারেটের ৫০ গ্রাম সোনার পদক, সম্মানীর অর্থের চেক ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।