জামিল আহমেদের পদত্যাগ পত্রে সিদ্ধান্তহীনতায় সরকার
নিজস্ব প্রতিবেদক, ঢাকা :
নাটকীয় ভাবে সভা মঞ্চে পদত্যাগ পত্র দেওয়া ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর বিরুদ্ধে বিধি বহির্ভূত অযাচিত হস্তক্ষেপের অভিযোগের পরে আজ ২ মার্চ ছিল মন্ত্রণালয়ের প্রথম কর্মদিবস। একাধিক সূত্র নিশ্চিত করেছে, সৈয়দ জামিল আহমেদের পদত্যাগ প্রত্র আজ মন্ত্রণালয়ে পৌঁছেছে।
অন্য একটি সূত্র মতে, জামিল আহমেদের বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছে সরকার।
অন্যদিকে আজ রবিবার (২ মার্চ) গণঅভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষা ব্যানারের শিল্পকলার স্বায়ত্তশাসন নিশ্চিত করা এবং সৈয়দ জামিল আহমেদকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদে পুর্নবহালের দাবিতে একদল নাট্যকর্মী সমাবেশ করেছেন।
গণঅভ্যুত্থানের পর গত বছরের ৯ সেপ্টেম্বর শিল্পকলার মহাপরিচালকের দায়িত্ব নেন অধ্যাপক জামিল আহমেদ। এর সাড়ে পাঁচ মাস পর পদ ছাড়ার ঘোষণা দিলেন, যদিও তিনি মৌখিক ৪টি শর্ত দিয়েছেন ফের কাজ করার জন্য।
শনিবার (১ মার্চ) দুপুরে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলে তা সংস্কৃতিক ও রাজনৈতিক পরিমণ্ডলে বেশ আলোচনার জন্ম দেয়।
উল্লেখ্য, শুক্রবার শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ‘মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব’–এর সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিল আহমেদ। এ সময় অনুষ্ঠানের মঞ্চে থাকা শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনের হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি।