১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার, দুপুর ২:৫৪



আজ : ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার প্রকাশ করা : মার্চ ১, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    ফলন খারাপ দামও কম, হতাশ আলু চাষীরা

    শিবু সাওজাল, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনধি:

    মঠবাড়িয়া উপজেলার কৃষকরা আলু চাষ করে আশানুরূপ ফসল ঘরে তুলতে নাপারা এবং ফসলের মান খারাপ ও বাজারর দাম কম হওয়ায় তারা হতাশ।

    গত কয়েক বছরে আলুর দাম ও সংকটের বিষয় বিবেচনা করে উপজেলার আলু চাষীরা এবং গৃহস্থালিভাবে (সখের বসে) অনেকেই আলু চাষে আগ্রহী হয়ে পড়েছিলো। বীজ আলু, সার, কীট নাশক ও শ্রমিকের মজুরী দিয়ে দেখা গেছে যে ফসল পাওয়া গেছে তা দিয়ে খরচের পয়সা উঠবেনা বলে জানান, আলু চাষী মো: ইব্রাহিম।

    সরেজমিনে বীজ আলু বিক্রিকালীন বাজার ও এলাকার আলু ক্ষেত দেখে মনে হয়েছে আগামীতে কৃষকগন ও সখের বসে করা আলু চাষে সবাই আগ্রহ হারিয়ে ফেলবে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুনীর উজ্জামান বলেন, আলু চাষে কৃষকদের সরকারীভাবে যত রকমের প্রনোদণা দেয়ার কথা ছিল, আমরা চেষ্টা করেছি সে বিষয়গুলো সম্পন্ন করতে। উপজেলার সাপলেজা,আমড়াগাছিয়া, মাছুয়া ইউনিয়নগুলোতে অন্যান্য ইউনিয়নের থেকে আলু চাষ বেশি হয়। এ বছর সেইসব ইউনিয়নগুলোতেই ফসল ভালো হয় নাই।

    নদী পারের কৃষক পরিতোষ হাওলাদার বলেন, বাজার থেকে ভালো আলু বীজ বেশি দামে কিনেও ভালো ফসল পাওয়া যায়নি।

    আমরা চাষাবাদে দিনের পর দিন আগ্রহ হারিয়ে ফেলছি। প্রতিবেদককে কৃষি কর্মকর্তা জানান, বিগত দশ বছর পূর্বের কথা বলি সে তুলনায় মঠবাড়িয়া উপজেলায় আলু চাষের পরিমান প্রায় দীগুন বৃদ্ধি পেয়েছে।