১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার, বিকাল ৫:২৩



আজ : ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার প্রকাশ করা : মার্চ ১, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    ট্রাম্প–জেলেনস্কির বৈঠকে তুমুল বাগবিতণ্ডা, হয়নি চুক্তি

    আন্তর্জাতিক ডেস্ক :

    ইউক্রেন সঙ্গে খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সই কথা থাকলেও সেটি শেষ পর্যন্ত আর হয়নি। দীর্ঘদিন ধরে ওই দুই রাষ্ট্রনেতা পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে আসছিলেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা ছিল।

    ট্রাম্প–জেলেনস্কির বৈঠকে তুমুল বাগবিতণ্ডার ভিডিও ছড়িয়ে পড়ে পৃথিবী জুড়ে।

    রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কাছ থেকে কয়েকশ কোটি ডলারের অস্ত্র ও আর্থিক সহায়তা পায় ইউক্রেন। এবারের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিলে পাল্টে যায় পরিস্থিতি। সেই কারণে সবার নজর ছিল শুক্রবারের ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে।

    হোয়াইট হাউসের ওভাল অফিসে চলা বৈঠকে জেলেনস্কিকে একের পর আক্রমণ করে বক্তব্য দিতে দেখা যায় ট্রাম্পকে। জেলেনস্কি ‘তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন’ বলে অভিযোগ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    তিনি বলেন, আপনার দেশের মানুষ খুবই সাহসী। কিন্ত আপনাকে হয় (রাশিয়ার সঙ্গে) একটি চুক্তি করতে হবে না হলে আমরা আর আপনাদের সাথে নেই। আর আমরা যদি না থাকি তাহলে আপনাকে একাই লড়তে হবে।

    হঠাৎ চিৎকার-উত্তেজনার পর্যায়ে চলে যায় বৈঠকটি। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মানুষ মারা পড়ছে। যুদ্ধের জন্য সেনা সদস্যের সংখ্যাও কমে যাচ্ছে। আপনার (জেলেনস্কি) হাতে বিকল্প নেই। একবার আমরা চুক্তি সই করলে আপনি ভালো অবস্থানে চলে যাবেন। কিন্ত আপনাকে আদৌ কৃতজ্ঞ মনে হচ্ছে না। সত্যি কথা বলতে কি এটা ভালো কোনো বিষয় নয়।

    যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে চুক্তি করতে চাইলে ইউক্রেনকে ছাড় দিতে হবে। তিনি বলেন, ছাড় দেওয়া ছাড়া আপনি কোনো চুক্তি করতে পারবেন না। তাই এটা নিশ্চিতভাবেই বলা যায় তাকে (জেলেনস্কি) কিছু ছাড় দিতে হবে। আশা করি, বড় কোনো ছাড় দিতে হবে না যেমনটা লোকে বলে বেড়াচ্ছে।

    জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামোল্লেখ করে বলেন, একজন খুনিকে কোনো ছাড় দেওয়া উচিত না, পুতিনকে নিয়ে ট্রাম্পের নমনীয় অবস্থানের সমালোচনা করেন জেলেনস্কি।

    এদিকে জেলেনস্কির সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও। ওভাল অফিসে বসে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে মার্কিন প্রেসিডেন্টকে জেলেনস্কি অসম্মান করেছেন মন্তব্য করে ভ্যান্স বলেন, আপনি একবারও কৃতজ্ঞতা প্রকাশ করছেন না। মাথা নেড়ে ভ্যান্সের কথায় সায় দেন ট্রাম্প।

    তখন গলার স্বর উঁচু করে জেলেনস্কি বলেন, বহুবার বলেছি, আমেরিকার জনগণকে ধন্যবাদ।