টঙ্গীতে যৌথবাহিনীর টানা তিন ঘন্টার অভিযান, আটক অর্ধশতাধিক
গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তিতে মাদক ও সন্ত্রাসবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।
শনিবার (০১ মার্চ) সন্ধ্যায় সেনাবাহিনীর নেতৃত্বে শুরু হওয়া এই অভিযানে বিজিবি, র্যাব, পুলিশ ও আর্মড পুলিশের প্রায় ২৬০ সদস্য অংশ নেন।
শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান চলে।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, অভিযানের সময় ৬০ জনকে আটক করা হয়, যাদের মধ্যে মাদক ব্যবসায়ী, চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারীরা রয়েছে ।
এ সময় বাহিনী বিভিন্ন স্থাপনায় তল্লাশি চালিয়ে নগদ ৩৯ হাজার ৪০০ টাকা, ছোরা ২টি, চাকু ২টি, কাটিং প্লাস ১টি, সেলাই রেঞ্জ ১টি, হার্ডডিস্ক ৪টি, বাটন মোবাইল ৪টি এবং ৪ লিটার বাংলা মদ উদ্ধার করে।
এসব সামগ্রী মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হতো বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
দীর্ঘদিন ধরে টঙ্গীর হাজী মাজার বস্তি মাদক ব্যবসার মূল কেন্দ্র হিসেবে পরিচিত।
স্থানীয়দের অভিযোগ, বস্তিটিকে ঘিরে একাধিক চক্র সক্রিয়, যারা প্রকাশ্যেই মাদক বিক্রি করে। টঙ্গী বাজার সংলগ্ন হওয়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক চোরাকারবারিরা এখানে এসে মাদক সরবরাহ করে। এখান থেকেই তা গাজীপুরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
শুধু মাদক ব্যবসা নয়, বস্তির অপরাধীরা ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি ও নানা অপরাধে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ।
গাজীপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ এ অভিযান চালানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে দেশিয় অস্ত্রশস্ত্র যেগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে ব্যবহার করা হয় তাও জব্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট চিহ্নিত বেশ কিছু সন্ত্রাসী এবং মাদকসেবী, মাদক ব্যবসায়ী এ সংশ্লিষ্ট লোকজনকে আটক করা হয়েছে। সামনে রমজান মাস ঘিরে এই এলাকার আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতি হতো বলে আমরা ধারণা ছিল।