২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার, সন্ধ্যা ৭:২৪



আজ : ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার প্রকাশ করা : ফেব্রুয়ারি ২৮, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান

    নিজস্ব প্রতিবেদক, ঢাকা :

    শুক্রবার বিকেলে সোয়া ৪টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে তৈরি মঞ্চ থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের আনুষ্ঠানিকতা শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান। কোরআন তেলাওয়াতের পর বিভিন্ন ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করা হয়।

    তারপর উপস্থিত নেতাকর্মীরা দাঁড়িয়ে শিল্পীদের সঙ্গে জাতীয় সঙ্গীত গান।

    জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় দলে দলে এসেছেন ছাত্র-জনতা। আগতরা বলছেন, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে এসেছি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা এতে অংশ নিয়েছেন।

    তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের আমন্ত্রিত নেতারা উপস্থিত হয়েছেন।

    ঘোষণা হতে যাওয়া জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০ পদ চূড়ান্ত হয়েছে। এতে দুজন করে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে থাকছেন।

    দলটির শীর্ষ দশ পদে রয়েছেন- আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিবা, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল), মুখ্য সংগঠক সারজিস আলম (উত্তরাঞ্চল), মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।