প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অর্থনীতি বিষয়ক সেমিনার
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশ অর্থনীতি: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এই সেমিনারে দেশের শীর্ষ অর্থনীতিবিদ, শিল্প নেতা ও শিক্ষাবিদরা অংশ নেন।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বাংলাদেশের অর্থনৈতিক গতিধারা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য রাখেন। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজর অধ্যাপক ড. আনোয়ারুল কবির গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি পোশাক শিল্পের ভবিষ্যৎ ও আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতা নিয়ে আলোচনা করেন।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সামিউল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চ্যালেঞ্জ, কাঠামোগত সংস্কার ও ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা করেন।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী সেমিনারে সভাপতিত্ব করেন। তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়নে শিক্ষার্থী ও গবেষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
সেমিনারে অর্থনীতির নানাদিক, নীতি-নির্ধারণের চ্যালেঞ্জ, শিল্প খাতের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। —বিজ্ঞপ্তি