১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার, দুপুর ১২:৫২



আজ : ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার প্রকাশ করা : ফেব্রুয়ারি ২৮, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    পাকিস্তানের খাইবার পাখতুনে জুমার নামাজে বোমা বিস্ফোরণ, নিহত ৫

    আন্তর্জাতিক ডেস্ক :

    পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার নওশেরা এলাকার হক্কানিয়া মাদরাসায় জুমার নামাজের পর বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জন নিহত হয়েছেন এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।

    ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, রমজানের আগে এটি ছিল শেষ জুমার নামাজ। তাই বেশি মানুষের উপস্থিতি ছিল। মসজিদটি একটি মাদরাসা প্রাঙ্গণে অবস্থিত। মাদরাসার শিক্ষার্থীদের আজই ছুটিতে যাওয়ার কথা ছিল।

    খাইবার পাখতুনখোয়ার নওশেরা এলাকার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

    শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের জরুরি বিভাগের মুখপাত্র বিলাল ফয়জি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

    পাকিস্তান সরকারের অন্য একটি সূত্র জানিয়েছে, উদ্ধারকারী কর্মীরা এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছ। তাছাড়া পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে।