-
সন্ধান মিলেছে নিখোঁজ সহ-সমন্বয়ক খালেদ হাসানের
-
৯ মাসের জন্য বন্ধ হলো সেন্টমার্টিন ভ্রমণ
-
হঠকারী কাজ প্রশ্রয় দেবে না সরকার: মাহফুজ আলম
-
বিপিএলের ধারাভাষ্য প্যানেলে যারা
নিউজনেক্সট অনলাইন :
চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র বিষয়ক শিক্ষক জাহিদুর রহিম অঞ্জন মারা গেছেন। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চিত্রগ্রাহক মাজহারুল রাজু।
অঞ্জন ভারতের পুনে ফিল্ম ইন্সটিটিউটে চলচ্চিত্র বিষয়ে পড়াশুনা করেছেন। তিন দশেক ধরে তিনি স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের সাথে জড়িত ছিলেন।
২০১৪ সালে আখতারুজ্জামান ইলিয়াসের গল্প রেইনকোট অবলম্বনে মেঘমল্লার দিয়ে তার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনায় অভিষেক হয়। প্রথম চলচ্চিত্রের জন্যই ২০১৬ সালে তিনি শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। এছাড়া ২০১৫ সালে কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধভিত্তিক ছবি মেঘমল্লার।
সর্বশেষ ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানে সৈয়দ ওয়ালীউল্লাহর ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাস নিয়ে একই নামে সিনেমার কাজ শেষ করেছিলেন। ‘চাঁদের অমাবস্যা’র কাহিনিবিন্যাস ও চিত্রনাট্যও নিজে করেছিলেন। চলতি বছরে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
পুনে ফিল্ম ইন্সটিটিউট থাকাকালীন অঞ্জন ১৯৯০ সালে অ্যান্টন চেকভের গল্প অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মর্নিং নির্মাণ করেন। ‘মর্নিং’-এ অভিনয় করেছিলেন বলিউডের বিখ্যাত প্রয়াত অভিনেতা ইরফান খান।
উল্লেখ্য, তিনি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এ ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে চলচ্চিত্র বিষয়ে শিক্ষকতা করেছেন ।