১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার, রাত ৪:৪২



আজ : ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার প্রকাশ করা : ফেব্রুয়ারি ২০, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    মোহাম্মদপুরে যৌথবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিতে নিহত ২

    নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

    রাজধানীর মোহাম্মদপুরে মধ্যরাতে সন্ত্রাসীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই সন্ত্রাসী নিহত হয়েছেন।

    বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে মোহাম্মদপুরের বসিলা ৪০ ফিট এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

    খোঁজ নিয়ে জানা যায়, রাতে ওই এলাকায় যৌথবাহিনীর নিয়মিত টহলের সময় তাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালায়। যৌথবাহিনী পাল্টা গুলি চালালে দুই সন্ত্রাসী নিহত হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

    মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার গণমাধ্যমকে বলেন, বসিলায় যৌথবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখনই বিস্তারিত বলতে পারছি না। কিছুক্ষণ পর বলছি। গুলিতে দুই সন্ত্রাসী নিহত হওয়ার কথা জানতে চাইলে তিনি বলেন, তেমন কথা শোনা যাচ্ছে।

    এদিকে বসিলা ৪০ ফিট এলাকায় এ গোলাগুলির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে বিকট গুলির শব্দ শোনা যায়।