১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার, রাত ২:৩৬



আজ : ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার প্রকাশ করা : ফেব্রুয়ারি ১৬, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    আরও শতাধিক অবৈধ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

    নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

    যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো হচ্ছে ভারতে। এর মধ্যে দ্বিতীয় দফায় আরও শতাধিক অবৈধ ভারতীয়কে দেশটিতে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। এসব ভারতীয় অবৈধভাবে আমেরিকায় বসবাস করছিলেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

    সংবাদমাধ্যমটি বলছে, শনিবার রাতে আমেরিকা থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীকে। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই নিয়ে দ্বিতীয় দফায় অবৈধ ভারতীয়দের নিয়ে মার্কিন বিমান পৌঁছল ভারতে।

    মূলত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফর এবং ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর অবৈধ ভারতীয়দের নিয়ে এই প্রথম বিমান পৌঁছাল ভারতে। দ্বিতীয় দফায় মোট ১১৯ জন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে আমেরিকা। শনিবার স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে পাঞ্জাবের অমৃতসরে পৌঁছায় বিমানটি।

    এদিকে শনিবার রাতে অবৈধ ভারতীয়দের বহনকারী মার্কিন বিমানটি অমৃতসরে পৌঁছনোর আগেই সেখানকার বিমানবন্দরে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছিল। উপস্থিত ছিলেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং বিট্টু। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও সন্ধ্যায় পৌঁছে যান বিমানবন্দরে।

    আমেরিকা থেকে ফেরত পাঠানো অবৈধ ভারতীয়দের জন্য খাবার এবং থাকার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে বলেও সেসময় জানান মান। তিনি বলেন, “আমাদের নিজেদের লোকেরা দেশে ফিরছেন। তারা যেন ক্ষুধার্ত না থাকেন।”

    দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো শতাধিক অবৈধ ভারতীয়দের মধ্যে পাঞ্জাব ছাড়াও অন্য রাজ্যের বাসিন্দাও রয়েছেন। রোববার সকাল সাড়ে ৬টার দিকে তাদের দিল্লির উদ্দেশে পাঠানো হবে বলে শনিবার জানান পাঞ্জাবের মুখ্যমন্ত্রী।

    আগামী কয়েকদিনের মধ্যে আরও ৮০০ অবৈধ ভারতীয়কে ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র। মূলত যুক্তরাষ্ট্রে ভারতের প্রায় ৮ লাখ অভিবাসী আছেন। যার মধ্যে ২০ হাজার অভিবাসী অবৈধ। তাদের সবাইকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।