চকরিয়ায় মৃত বন্যহাতি উদ্ধার
জাফর আলম, কক্সবাজার ব্যুরো:
কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের ভেতর একটি বন্য হাতির রহস্যজনক মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ।কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের ফাঁসিয়খালী বনবিটের দক্ষিণ ঘুনিয়ার আবুলের ঘোনা এলাকায় বুধবার (১২ ফেব্রুয়ারী) সকালে হাতিটির মরদেহ পড়ে থাকতে দেখে পথচারী লোকজন খবর দেয় বনবিভাগকে।
সংরক্ষিত বনাঞ্চলের ভেতর বন্য হাতি মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন। তিনি জানান- মারা যাওয়া হাতিটির মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এতে শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।তিনি আরও জানান- মারা যাওয়া হাতিটি পুরুষ জাতি, বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ মোন্তাকিম বিল্লাহ হাতিটির ময়নাতদন্ত করেন। এ সময় হাতিটির বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ সংগ্রহ করা হয়েছে ল্যাবে পাঠানোর জন্য। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে হাতিটির মৃত্যুর সঠিক কারণ।বেশ কয়েকজন স্থানীয় বৈদ্যুতিক ফাঁদে আটকে বন্য হাতিটি মারা গেছে বলে বলাবলি ছাড়াও কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমেও একই কথা লিখেন।
এ প্রশ্নের জবাবে রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন বলেন, হাতিটি মারা যাওয়ার পেছেন কোন রহস্য আছে কী-না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে হাতিটির মরদেহ যেখানে পাওয়া গেছে সেখানে এবং আশপাশের কোথাও বৈদ্যুতিক বা অন্য কোন ফাঁদ পাতার প্রমাণ পাওয়া যায়নি।ময়নাতদন্তের জন্য মৃত হাতির শরীরের বিভিন্ন অংশ থেকে আলামত নিয়ে হাতির মরদেহ পুঁতে ফেলা হয়েছে বলেও জানান মেহরাজ উদ্দীন।