-
অভিনেত্রী মেহের আফরোজ শাওন আটক
-
ডিএফপির নতুন মহাপরিচালক খালেদা বেগম
-
৫ শতাংশ কোটা বাতিল, প্রতি শ্রেণিতে থাকবে একটি করে সংরক্ষিত আসন
-
‘স্বাধীন দেশে নিরাপদ নই কেন’
শিবু সাওজাল, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ার গিলাবাদ গ্রামে শনিবার রাতে স্ত্রী কর্তৃক তালাকপ্রাপ্ত জামাতা শাশুড়িকে দাও দিয়ে কুপিয়ে যখম করার খবর পাওয়া গেছে। গুরুতর যখম শাশুড়ি হামিদা আক্তার রিজভী (৬০) কে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হামিদা আক্তার গিলাবাদ গ্রামের মৃত মো. হুদ মুন্সির কন্যা।
এ ঘটনায় আহত হামিদা আক্তারের মেয়ে মাছুমা বেগম (৩৫) বাদী হয়ে সাবেক স্বামী খোকনকে আসামী করে থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করে। জামাতা মো. খোকন হাওলাদার (৫২)কে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ রোববার খোকনকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে।
খোকন উজিরপুর উপজেলার ভাসানচর গ্রামের মৃত মো. ওসমান গণির ছেলে।
আহত হামিদা আক্তারের ভাসুরের ছেলে মো. হুমায়ুন কবির (সামাউন) জানান, তার চাচাত বোন মাসুমার সাথে খোকনের ২০০৫ সালে বিয়ে হয়। বিয়ের পর ব্যবসার সূত্রে খোকন স্ত্রী মাসুমাকে নিয়ে কেরানিগঞ্জের পুরান ভাড়াইল্লা (খালমোড়া) বসবাস করত।
সেখানে খোকন স্ত্রীর নামে জমি কিনে বাড়ি করেন। তাদের ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। গত আগষ্ট মাসে মাসুমা স্বামী খোকনকে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেন। এ ঘটনায় ক্ষুব্দ হয়ে শনিবার গিলাবাদ গ্রামে আসেন। মাগরিবের সময় সে তার শাশুড়ি হামিদা আক্তারের ঘরে গিয়ে ধারালো দাও দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি কুপিয়ে জখম করে। তার চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে এবং খোকনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান এ ব্যপারে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে।
আসামী খোকনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।