১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার, সকাল ৬:৫৬



আজ : ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার প্রকাশ করা : ফেব্রুয়ারি ১০, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    টঙ্গীতে ইজতেমার অনুমতি পেলেন সাদপন্থীরা

    নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

    টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (৯ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক ৬ শাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি জারি করে সংশ্লিষ্ট সকল শাখায় পৌঁছানো হয়েছে।

    সাদপন্থীরা আগামী বছর থেকে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আর বিশ্ব ইজতেমা অনুষ্ঠান করতে পারবে না এমন শর্তে ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারিতে সাদপন্হীদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠান করার প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগে জারি করা এমন শর্ত আজ আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    সাদপন্থীদের অন্যতম মিডিয়া সমন্বায়ক মোহাম্মদ সায়েম জানান, নানা বাধা প্রতিকূলতার মাঝে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সঠিকটা বুঝতে পেরে সাদপন্থীদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠানে শর্ত আরোপ বাতিল করেছেন। শর্তমুক্ত ইজতেমা করতে দেওয়ায় তিনি সকলকে ধন্যবাদ জানান।

    টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের, শুরায়ে নেজাম জোড় ইজতেমা করতে না দেওয়ার ঘোষণায় গত ১৮ ডিসেম্বর হামলা সংঘর্ষে ৪ জন নিহত ও শতাধিক আহত হলে জোবায়ের পন্থিরা ঘোষণা দেয় টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে সাদপন্থীরা ইজতেমা অনুষ্ঠান করতে পারবেন না।

    বিবদমান শুরায়ে নেজাম ও জোবায়ের পন্থীদের গ্রুপিংয়ে দু’গ্রুপের ইজতেমা অনুষ্ঠানে অনিশ্চয়তা দেখা দিলে আলেম ওলামা মাশায়েখদের নেতৃত্বের শুরায়ে নেজাম বা জোবায়ের পন্থি এবং সাদপন্থী অনুসারী মুরুব্বিদের উভয় পক্ষের সম্মতিতে ৩১ জানুয়ারি থেকে ১ ও ২ ফেব্রুয়ারি শুরায়ে নেজাম এবং ৭, ৮ ও ৯ ফেব্রুয়ারি সাদপন্থীরা বিশ্ব ইজতেমা অনুষ্ঠান করবে এমন প্রজ্ঞাপন জারি করা হয় সরকারের পক্ষ থেকে।

    কিন্তু পরবর্তীতে শুরায়ে নেজাম সাদপন্থীদের জোড় ইজতেমা করতে না দেওয়ার ঘোষণা দিয়ে ৩১ জানুয়ারি থেকে দুই ধাপে একটা ৬ দিন ইজতেমা করার ঘোষণা দেয়।

    অপরদিকে সাদপন্থীরাও ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার করার ঘোষণা দেয়। এমন পরিস্থিতিতে শুরায়ে নেজাম টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের অবাঞ্ছিত ও তাদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠান করতে না দেওয়ার ঘোষণা দিলে পরিস্থিতি ঘোলাটে হয়। থানায় মামলা মোকদ্দমা হয়। গ্রেপ্তার হন সাদপন্থীদের কয়েক শীর্ষ মুরুব্বি। বর্তমানে তারা হাইকোর্টের জামিনে মুক্ত আছেন।