১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার, রাত ১০:০৭



আজ : ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার প্রকাশ করা : ফেব্রুয়ারি ৬, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    এক্সকাভেটর দিয়ে ভাঙা হচ্ছে শামীম ওসমানের ‘বায়তুল আমান’

    নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

    আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নারায়ণগঞ্জের চাষাড়া মোড়ে শামীম ওসমানের বাড়ি ‘বায়তুল আমান’ এক্সকাভেটর দিয়ে ভাঙা শুরু করা হয়। ওসমান পরিবারের দুইটি ভবন ভেঙ্গে ফেলা হচ্ছে।

    শামীম ওসমানের দাদা ওসমান আলী নির্মাণ করেছিলেন বায়তুল আমান।

    বিক্ষুব্ধরা একটি মিছিল নিয়ে বায়তুল আমানের সামনে এসে পৌঁছালে শুরুতে বড় আকারের হাতুড়ি দিয়ে ভবনটির দেয়াল ভাঙতে শুরু করেন। পরে একটি এক্সকাভেটর দিয়ে ভবনটি ভাঙা শুরু হয়। এ সময় ভবনটির ভেতরের একটি অংশে আগুন দেওয়া হয়।

    অন্যদিকে, ১২টার দিকে নারায়ণগঞ্জ জেলা আদালত, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের বেশ কয়েকটি ম্যুরাল ও ভাস্কর্য ভাঙচুর করেন বিএনপিপন্থি আইনজীবীরা।