১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার, দুপুর ২:২৪



আজ : ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার প্রকাশ করা : ফেব্রুয়ারি ৫, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    দানবীর আধ্যাত্মিক নেতা আগা খান মারা গেছেন

    নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

    বিশ্ববিখ্যাত আধ্যাত্মিক নেতা, দানশীল ব্যক্তি এবং ব্যবসায়িক উদ্যোক্তা প্রিন্স করিম আগা খান ৮৮ বছর বয়সে মারা গেছেন। বুধবার লিসবন, পর্তুগালে পরিবারের সদস্যদের উপস্থিতিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন একজন বিশিষ্ট দানশীল ব্যক্তি, যার সংস্থা বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সংস্কৃতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

    প্রিন্স করিম আগা খান ছিলেন শিয়া ইসলামের ইসমাইলি সম্প্রদায়ের ৪৯তম বংশগত ইমাম। তিনি ১৯৫৭ সালে মাত্র ২০ বছর বয়সে তাঁর দাদার স্থলাভিষিক্ত হন। তিনি ছিলেন একজন বিশিষ্ট দানশীল ব্যক্তি, যার সংস্থা বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সংস্কৃতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

    আগা খান সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন, তবে তিনি ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেন এবং ফ্রান্সের এক প্রাসাদে বসবাস করতেন। তাঁর সম্পদের পরিমাণ ২০০৮ সালে ফোর্বস ম্যাগাজিনের হিসাব অনুযায়ী প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার ছিল। ঘোড়া প্রতিপালনসহ বিভিন্ন ব্যবসায়িক খাতেও তাঁর বিশাল বিনিয়োগ ছিল।

    বিশেষ করে, তিনি ইউরোপের অন্যতম সফল ঘোড়া প্রজননকারী হিসেবে পরিচিত ছিলেন। তাঁর বিখ্যাত ঘোড়া শেরগার ১৯৮১ সালে এপসম ডার্বি জয় করেছিল, তবে ১৯৮৩ সালে এটি অপহরণের শিকার হয় এবং আর কখনোই উদ্ধার করা সম্ভব হয়নি।