-
জাপানে শক্তিশালী ভূমিকম্প পরে সুনামি সতর্কতা
-
২৮ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ডলার
-
মাঝ রাতে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সড়ক অবরোধ
-
২০২৪ সালে সড়কে ঝরেছে ৮৫৪৩ প্রাণ, আহত ১২৬০৮
নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম
খুলনায় একদল বিক্ষুব্ধ জনতা ‘শেখ বাড়ি’ ভেঙে ফেলছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তারা ওই বাড়িতে ভাঙচুর শুরু করেন। পরে সেখানে দুটি বুলডোজার এনে ভাঙচুরের মাত্রা আরও বাড়ানো হয়।
খুলনা নগরের শেরেবাংলা রোডের এই দোতলা বাড়িটি ‘শেখ বাড়ি’ নামে পরিচিত। এটি ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ চাচাতো ভাইয়ের বাড়ি।শেখ পরিবারের আরেক সদস্য শেখ তন্ময়সহ সবাই খুলনায় অবস্থানের সময় এই বাড়িতেই থাকতেন।
বুধবার রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এরপরই খুলনায় ‘শেখ বাড়ি’তে ভাঙচুরের খবর পাওয়া যায়।
এর আগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণার প্রতিবাদে আজ রাত ৯টায় ধানমন্ডি-৩২ অভিমুখে বুলডোজার মিছিলের ঘোষণা দেওয়া হয়।
‘ছাত্র-জনতা আন্দোলন’ নামে ফেসবুকের বিভিন্ন পেজ থেকে আজ সন্ধ্যায় এই কর্মসূচির ঘোষণা দিয়ে পোস্ট করা হয়।