৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার, দুপুর ১২:৫৮



আজ : ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার প্রকাশ করা : ফেব্রুয়ারি ৪, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    হাসপাতালে থেকে বাসায় সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন

    নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

    দুই দিন চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে হাসপাতালে থেকে বাসায় ফিরেছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। তার পারিবারিক সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।সাবিনা ইয়াসমিনের মেয়ে ইয়াসমিন ফায়রুজ বাঁধন বলেছেন, “আপাতত আম্মুর তেমন কোনো শারীরিক সমস্যা নেই। পুরোপুরি সুস্থ আছেন।”

    তিনি বলেন, “আম্মুর শারীরিক অবস্থা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা একটা বোর্ড গঠন করেছেন। সব রিপোর্ট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তার তেমন কোনো শারীরিক সমস্যা নেই। পুরোপুরি সুস্থ আছেন।”

    এর আগে, এইচএসবিসি আয়োজিত “আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকবো” অনুষ্ঠানে গান গাওয়ার সময় রাত ৮টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন।

    জানা গেছে, ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমীন। এরপর আর তাকে মঞ্চে দেখা যায়নি।

    প্রসঙ্গত, এক বছরেরও বেশি সময় পর ৩১ জানুয়ারি ‘আমাদের সাবিনা ইয়াসমীন: আমি আছি থাকব’ শীর্ষক আয়োজনের মাধ্যমে মঞ্চে ফিরেছিলেন সাবিনা। কিন্ত গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন।

    তবে অনেক দিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছেন এই শিল্পী। যে কারণে গান থেকে দূরে ছিলেন। এবার খানিকটা সুস্থ বোধ করায় আবারও স্টেজ শোতে ফিরেছিলেন।