-
ফেসবুকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা
-
সুদানের হাসপাতালে ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৬৭
-
শেরপুরে বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
-
নভেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৫.৬৩ শতাংশ
নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে (বিডিপি) নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটির জন্য প্রতীক বরাদ্দ করা হয়েছে ‘ফুলকপি’ রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন সচিবালয়। আদালতের আদেশে দলটিকে নিবন্ধন দেওয়া হলো।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, “বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের (রিট ৬৪৩১/২০২৩) গত ১২ ডিসেম্বরের প্রদত্ত রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান অনুযায়ী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। দলটির প্রতীক সংরক্ষণ করা হয়েছে ‘ফুলকপি’। নিবন্ধন নম্বর ৫৪।”
এর আগে নির্বাচন কমিশন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন না দেওয়ায় হাইকোর্টে রিট আবেদনটি করেছিলেন দলটির চেয়ারম্যান একেএম আনোয়ারুল ইসলাম।
ছাত্র-জনতার প্রবল আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবি পার্টি, নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ (জিওপি), মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলনের নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসি দায়িত্ব নেওয়ার পর আদালতের আদেশে বিডিপি নিবন্ধন পেল। এখন নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াল ৪৯-এ।