৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার, সন্ধ্যা ৬:৪২



আজ : ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার প্রকাশ করা : জানুয়ারি ২৯, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    উখিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক দুই রোহিঙ্গা

    জাফর আলম, কক্সবাজার :

    কক্সবাজারের উখিয়া টিভি টাওয়ার এলাকায় অভিযান পরিচালনা করে ১টি দেশীয় তৈরি অস্ত্র ও ৩ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র কারবারিকে আটক করেছে র‌্যাব।

    সাম্প্রতিক সময়ে উখিয়া ও টেকনাফসহ বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্রের ব্যবহার পরিলক্ষিত হয়। র‌্যাবের গোয়েন্দা তথ্য মতে কিছু অসাধু অস্ত্র ব্যবসায়ী উখিয়া ও টেকনাফসহ রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করে থাকে।

    উখিয়া টিভি টাওয়ার এলাকায় কতিপয় মাদক কারবারি ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে ১টি দেশীয় তৈরী অস্ত্র ও ৩ রাউন্ড গোলাবারুদ’সহ দুইজন অস্ত্র কারবারিকে আটক করতে সক্ষম হয়েছে।

    আটক আক্তার হোসেন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১৭এর মৃত ঠান্ডা মিয়ার পুত্র ও মো: আব্দুর রহিম ক্যাম্প নং-২/ইষ্ট, ব্লক-সি এর মৃত গনু মিয়ার পুত্র।উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ’সহ গ্রেফতারকৃত অস্ত্র কারবারিদ্বয়কে থানায় সোপর্দ করা হয়েছে।