৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার, বিকাল ৪:৪৭



আজ : ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার প্রকাশ করা : জানুয়ারি ২৭, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    পিরোজপুর বিএনপির হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ

    পিরোজপুর প্রতিনিধি :

    পিরোজপুর জেলার সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে শীতার্থদের মাঝে কম্বল বিতরণের আয়োজন করেন দূর্গাপুর ইউনিয়ন বিএনপি।

    ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্ত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ আসলাম মল্লিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

    প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ফ্যাসিস্ট সরকার গত ১৬ বছর অসহায়, গরিব মানুষের হক মেরে খেয়েছে। তাদের আর এ দেশের মাটিতে স্থান দেওয়া হবে না। বিএনপি অসহায় মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকবে।

    দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সামনে এসময় প্রায় দুইশত পরিবারের মাঝে কম্বল বিতরন করা হয়।