১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার, রাত ১১:৫৩



আজ : ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার প্রকাশ করা : জানুয়ারি ২৭, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    জামিন পেয়ে খুশিতে কাঁদলেন চিত্রনায়িকা পরীমণি

    আদালতে পরীমণি, ফাইল ছবি।

    নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

    ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আজ আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শামসুন্নাহার পরীমণি। জামিন শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা মিথ্যা মামলা। আমি ন্যায়বিচার প্রত্যাশা করছি।’

    সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে তিনি এ কথা বলেন।

    সকাল ১০টার দিকে পরীমণি আদালতে আসেন। তাকে দেখতে উৎসুক জনতার ভিড় লেগে যায়। ভিড় ঠেলে তিনি সাত তলার আদালত কক্ষে প্রবেশ করতেই হৈ-হুল্লোড় পরিস্থিতি তৈরি হয়। আদালত পুলিশদের সহযোগিতায় ১০টা ১০ মিনিটে আদালতে ওঠেন পরীমণি। এরপর ১০টা ১৭ মিনিটের দিকে আদালতের বিচারকাজ শুরু হয়। এর আগে এজলাসের পেছনে একটি বেঞ্চে বসে ছিলেন নায়িকা। বিচারক প্রবেশ করলে তাকে আসামিদের ডকে নেওয়া হয়। এরপর পরীমণির পক্ষে নীলাঞ্জনা রিফাত (সুরভী) জামিন চেয়ে শুনানি করেন। তিনি বলেন, ‘গতকাল মামলাটি চার্জ শুনানির জন্য ছিল। পরীমণি অসুস্থ থাকায় আদালতে আসতে পারেননি। চার্জগঠন হয়েছে। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আজ আত্মসমর্পণ করেছেন। তার জামিনের প্রার্থনা করছি।’

    এরপর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ বলেন, ‘আশা করছি, সবাই কোর্টের ডিগনিটি রক্ষা করবেন। কোর্টকে বিতর্কিত করবেন না। মামলাটি জামিনযোগ্য ধারার। আসলেই জামিন পাবেন বিষয়টা এমন নয়। বিচারাধীন বিষয়ে এভাবে আগে কথা বলাটা কতটুকু যৌক্তিক? এখানে অনেক সাংবাদিক আছেন। সাধারণ একটা বিষয়কে আপনারা যেভাবে উপস্থাপন করেছেন, সংবাদ পরিবেশনে আমি আপনাদের সহযোগিতা চাই।’

    পরীমণির আইনজীবীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি কোর্ট অফিসার। এ বিষয়গুলো ভবিষ্যতে খেয়াল রাখবেন।’

    এর আগে রবিবার একই আদালত ব্যবসায়ী নাসির উদ্দিনের মামলায় পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে চার্জগঠনের আদেশ দেন। একইসঙ্গে আসামিরা এদিন আদালতে উপস্থিত না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পাশাপাশি আগামী ২০ মার্চ সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।

    এদিন পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানান, রবিবার মামলাটি চার্জ শুনানির জন্য ছিল। অসুস্থ থাকায় পরীমনি আদালতে হাজির হতে পারেননি। অপর আসামি জিমির পক্ষেও সময় আবেদন করা হয়। আদালত সময় আবেদন নামঞ্জুর করেন। তাদের বিরুদ্ধে চার্জগঠনের আদেশ দেন। গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন।’