৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার, রাত ৮:০১



আজ : ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার প্রকাশ করা : জানুয়ারি ২৬, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    মালয়েশিয়া পাচারের সময় পাহাড় থেকে রোহিঙ্গাসহ উদ্ধার ১৭

    জাফর আলম, কক্সবাজার :

    কক্সবাজারের টেকনাফ উপজেলার সাগর উপকূলবর্তী পাহাড়ি এলাকার গোপন আস্তানা থেকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা বাংলাদেশি নাগরিক ও রোহিঙ্গাসহ ১৬ জনকে উদ্ধার এবং এক দালালকে আটক করেছে নৌবাহিনী।আটক আব্দুল্লাহ (২৫) টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার গফুরের ছেলে।

    শনিবার (২৫ জানুয়ারি) বিকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্টের লেফটেন্যান্ট কমান্ডার আফজাল হোসেন।তিনি বলেন, টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় গোপন আস্তানায় দালাল চক্র সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিছুসংখ্যক লোকজনকে জড়ো করার খবর পায় নৌবাহিনী। পরে নৌবাহিনীর টেকনাফ কন্টিনজেন্টের একটি দল আস্তানাটিতে অভিযান চালায়।

    এ সময় ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে আস্তানাটিতে তল্লাশি চালিয়ে নারী ও শিশুসহ ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে বাংলাদেশি দুজন নাগরিক রয়েছে। উদ্ধার হওয়া অন্যরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।আটক দালালসহ উদ্ধার হওয়া ভুক্তভোগীদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান নৌবাহিনীর এ কন্টিনজেন্ট কমান্ডার।টেকনাফ থানার ওসি গিয়াস উদ্দিন জানান, সন্ধ্যায় আটক এক দালালসহ মালয়েশিয়াগামী উদ্ধার হওয়া ১৭ জনকে থানায় আনা হয়।

    ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনামতে উদ্ধার হওয়া ভুক্তভোগীদের স্বজনদের কাছে ফেরত পাঠাতে ব্যবস্থা নেওয়া হবে। আটক দালালের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।