৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার, দুপুর ১২:৫৬



আজ : ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার প্রকাশ করা : জানুয়ারি ২৬, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    পারস্পরিক দোষারোপের রাজনীতি ফ্যাসিবাদীদের মাথাচাড়া দেয়ার সুযোগ তৈরি করবে: শহীদ উদ্দিন মাহমুদ স্বপন

    কালিয়াকৈর প্রতিনিধি :

    গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী শক্তিগুলোর পারস্পরিক দোষারোপের সংস্কৃতি পতিত ফ্যাসীবাদীদের আবার ফিরিয়ে আনতে সাহায্য করবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন।

    শনিবার সন্ধ্যায় গাজিপুরের কালিয়াকৈর উপজেলা জেএসডি’র কর্মী সভায় তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, সম্প্রতি গণঅভ্যুত্থানের অংশিজনদের একাংশের সাথে রাজনৈতিক দলগুলোর যে মত পার্থক্য দেখা দিয়েছে সেটির কারণে সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্থা হবে। যা অভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়নে প্রধান অন্তরায়।

    জেএসডি’র সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, সংস্কার ও নির্বাচন দুটি মুদ্রার এপিঠ ও পিঠ। সংস্কার ছাড়া নির্বাচন আয়োজন করলে গণ অভ্যুত্থানের ফসল যেমন ঘরে তোলা যাবে না। তেমনি সংস্কার করতে গিয়ে যদি নির্বাচন করতে অতিরিক্ত সময় নেয়া হয় তাহলে গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম সেটিও মুখ থুবড়ে পড়বে। ফলে চলমান মত মত পার্থক্য কাটিয়ে উঠতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠাই একমাত্র পথ।

    কালিয়াকৈর উপজেলা জেএসডি’র আহবায়ক নাসরিন বেগমের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুল আহসান অপু, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফারজানা জামান দিবা, সহ সম্পাদক ফজলুর ইসলাম খান সুমন শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ জাসদ গাজীপুর মহানগর সভাপতি মীর মোহাম্মদ সিরাজ, নাগরিক ঐক্যের গাজীপুর জেলা সদস্য সচিব কামাল উদ্দিন,গাজিপুর জেলা জেএসডি’র আহবায়ক মোঃ রহিম উল্লাহ, মহানগর জেএসডি’র আহবায়ক মোঃ ফজলুল হক ফারুক বাংলাদেশ ছাত্রলীগ (জেএসডি) কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন বিজয়। সঞ্চালনা করেন গাজীপুর মহানগর জেএসডি’র যুগ্ম আহবায়ক শরিফুর ইসলাম সুজন।