১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার, সকাল ১০:৩১



আজ : ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার প্রকাশ করা : জানুয়ারি ২২, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    প্রথম পিঠা উৎসবে মেতেছে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

    পিরোজপুর প্রতিনিধি:

    শীতের আমেজে বাঙালীর ঘরে ঘরে শুরু হয় পিঠাপুলির উৎসব। গ্রামের চিত্র এ রকম হলেও শহুরের জীবনে ব্যস্ততা ও ভিন্নতা থাকায় সেই চিত্র কম দেখা যায়। তবে গ্রামীণ এ ঐতিহ্য ধরে রাখতে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে প্রথম বারের মতো অনুষ্ঠিত হল পিঠা উৎসব।

    বুধবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে লাল ফিতা কেটে প্রথম বারের মতো এ পিঠা উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শহীদুল ইসলাম। পিঠা উৎসবকে কেন্দ্র করে শিক্ষক শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয় উৎসব প্রাঙ্গন। বিদ্যালয়ের শিক্ষার্থীরা রং বে রঙের শাড়ি ও পাঞ্জাবি পরে স্ট্রলে স্ট্রলে নানা ধরনের পিঠা সাজিয়ে নিয়ে বসে। স্ট্রলে বিশ^বিদ্যালয়ের ৪ টি বিভাগের শিক্ষার্থীরা প্রায় ৩৫ ধরনের পিঠা নিয়ে হাজির হয়।

    শীতের পিঠা বাঙালির ঐতিহ্য। আজকের পিঠা উৎসব বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম পিঠা উৎসব হওয়ায় আনন্দিত সবাই। প্রতিবছর এই উৎসব আয়োজনের প্রতিশ্রুতি কর্তৃপক্ষের।

    বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বপ্রনোদিত হয়ে এ উৎসবের আয়োজন করে। দিনব্যাপী এ পিঠা উৎসব চলে বিকেল পর্যন্ত।