‘নিয়মনীতির তোয়াক্কা করে না রাজউক পরিচালক রাজিয়া সুলতানা’ প্রকাশিত সংবাদের প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা :
‘নিয়মনীতির তোয়াক্কা করে না রাজউক পরিচালক রাজিয়া সুলতানা’ শিরোনামে নিউজনেক্সটবিডি’তে গত ১ ডিসেম্বর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন রাজউক জোন ৮ এর পরিচালক (চলতি দায়িত্ব) রাজিয়া সুলতানা।
রাজিয়ার স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে দাবি করা হয়, ‘সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক সংস্খা রাজউকের গুরুত্বপূর্ণ জোনাল অফিস জোন ৮ এ আইনসম্মত কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তাদের বিরুদ্ধে অযৌক্তিকভাবে ঘুষ বাণিজ্যের কথা বলা হয়েছে এবং একজন পদস্থ কর্মকর্তা পরিচালক (জোন-৮) এর ব্যক্তিগত সুনামহানীর হীন উদ্দেশ্যে মিথ্যা, বানোয়াট, কাল্পনিক এবং অবমাননাকর আজেবাজে কথাবার্তা প্রকাশ করা হয়েছে।’
প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপিতে রাজিয়া সুলতানা আরো দাবি করেন, ‘রাজউকের কর্মকর্তাদের বিরুদ্ধে এমন সংবাদের কারণে সংস্থাটির প্রতি জনমনে ঘৃণা তৈরি ও সংশিষ্ট কর্মকর্তাতের সুনামহানির ঘৃণ্য অপচেষ্টা করা চেষ্টা করা হয়েছে।’অনেক ক্ষেত্রে পারিবারিক ও সামাজিক জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এমনটাও দাবি করা হয়েছে প্রতিবাদলিপিতে।