৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার, সকাল ৯:৫৫



আজ : ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বুধবার প্রকাশ করা : জানুয়ারি ১৯, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    টেকনাফে পাহাড়ে বন্য হাতির মৃত্যু

    জাফর আলম, কক্সবাজার :

    কক্সবাজারের টেকনাফে পাহাড়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) কক্সবাজার দক্ষিণ বন বিভাগের হ্নীলায় পাহাড়ি ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।বন বিভাগের সহকারী বন সংরক্ষক মনিরুল ইসলাম হাতির মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, শনিবার সকালে হ্নীলা বিটের পাহাড়ি ছড়ায় বনকর্মীরা একটি হাতির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সেখানে যান।

    স্ত্রী জাতের এই হাতির বয়স আনুমানিক ১৫ বছরের মতো।মৃত হাতির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই জানিয়ে বন বিভাগের টেকনাফের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ বলেন, ধারণা করা হচ্ছে পাহাড়ের চূড়া থেকে দু-এক দিন আগে পড়ে গিয়ে হাতিটি মারা গেছে। ময়নাতদন্ত শেষে হাতিটি মাটিচাপা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।

    এর আগে ৫ জানুয়ারি বাচ্চা প্রসবের সময় হোয়াইক্যং বনবিটে একটি মা হাতির মৃত্যু হয়েছে। এ ছাড়া গত বছরের ১৬ আগস্ট উপজেলার বাহারছড়া ইউনিয়নে নোয়াখালীপাড়ায় বিদ্যুতায়িত হয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়।