১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার, রাত ৪:৪৩



আজ : ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, বৃহস্পতিবার প্রকাশ করা : জানুয়ারি ১৪, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    অব্যাহতি পাওয়া এসআইদের অনশন চলছে

    নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

    চাকরি পুর্নবহালের দাবিতে অব্যহতিপ্রাপ্ত শিক্ষানবিশ উপ-পরিদর্শকদের (এসআই) আমরণ অনশন দ্বিতীয় দিন চলছে আজ । মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় সচিবালয়ের ১নং গেটের সামনে তাদের বিবর্ন মুখে বসে থাকতে দেখা যায়। এর আগে সোমবার বিকাল ৪টা থেকে এই অনশন শুরু করেন তারা।

    অনশন থেকে অব্যাহতি পাওয়া এসআই মো. আলম হোসেন বলেন, বাংলাদেশ পুলিশের ৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের চলমান ট্রেনিং থেকে অন্যায়ভাবে অব্যাহতি দেওয়ার প্রতিবাদ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরা ৩২১ জন সাব-ইন্সপেক্টর গত ৫ ও ৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করি। আমাদের প্রতিনিধি দলের সঙ্গে স্বরাষ্ট্র সচিব দেখা করেন।

    দাবির বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তবে সেই বিষয়ে কোনও দৃশ্যমান পদক্ষেপ দেখতে না পাওয়ায় সোমবার (১৩ জানুয়ারি) সকাল থেকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করি। তখন আমাদের আরেকটি প্রতিনিধি দল দায়িত্বশীলদের সঙ্গে দেখা করতে যায়। তবে সেখান থেকে কোনো আশানুরূপ আশ্বাস না পাওয়ায় আমরা আমরণ অনশন শুরু করি।

    দাবি আদায় যথাযথ কর্তৃপক্ষের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা আমরণ অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন অব্যহতি পাওয়া এসআইরা।