-
সাহরিতে যে খাবারগুলো বেশি উপকারী
-
ভিসা জটিলতা আমরা সৃষ্টি করিনি, সিদ্ধান্ত ভারতকে নিতে হবে
-
ডিএমপির ডিসেম্বর-২০২৪’র মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা
-
গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ২০৫
নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম
ইউজিসি থেকে চিঠি মন্ত্রণালয়ে গেছে। বুধবার সভা নির্ধারিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা হবে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কাজ হস্তান্তর হবে। আমরা ইউজিসির সঙ্গে আগেই কমিটমেন্টে ছিলাম সেনাবাহিনীকে কাজ দেওয়ার ব্যাপারে।
সোমবার (১৩ জানুয়ারি) সচিবালয়ের মিটিং শেষে ক্যাম্পাসে উপস্থিত হয়ে বিকাল ৩টায় সাংবাদিকদের এ কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।
উপাচার্য বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের ফলেই আমাদের এই কার্যক্রম আরও সহজ ও ত্বরান্বিত হয়েছে। আমাদের কাজ অনেকটা এগিয়ে গেছে। মিটিংয়ে প্রকল্পের অবস্থাও বিশ্লেষণ করা হবে। তারপর একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সভায় আমরা বিবিধের সেক্টরে আমাদের দাবির অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করবো।
এদিকে এই সিদ্ধান্ত আসার পর নতুন দিন দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। দাবি গুলো হলো- ১. সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে। প্রয়োজনে স্পেশাল মিটিংয়ের মাধ্যমে তা সম্পূর্ণ করতে হবে এবং ভিজ্যুয়ালভাবে সবার সামনে তা উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীরা অনশনে থাকাবস্থায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকার নিয়ে তা প্রকাশ করতে হবে। কয়েক মাস সময় নেওয়ার নাম করে কোনো প্রকার দীর্ঘসূত্রতার বন্দোবস্ত করা চলবে না। ২. পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং শেষ করতে হবে। ৩. যতদিন অবধি আবাসন ব্যবস্থা না হয়, ততদিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।