নড়াইলে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নতুন কমিটি
নড়াইল প্রতিনিধি :
নড়াইল জেলার ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উন্নয়নে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ নড়াইল জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ৬১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন চিত্রনায়ক তানভীর তনু। সাধারণ সম্পাদক জাতীয় দলের সাবেক ফাস্ট বোলার ডলার মাহমুদ ইবনে মনির। সাংগঠনিক সম্পাদক মুন্সী আসাবুর রহমান আরাফাত।
আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাহি এই কমিটির অনুমোদন দিয়েছেন। নতুন নেতৃত্বের দায়িত্বপ্রাপ্তদের প্রতি অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সদস্যরা। চিত্রনায়ক তানভীর তনু, জাতীয় দলের পেস বলার ডলার মাহমুদ এবং মুন্সী আসাবুর রহমান আরাফাতের নেতৃত্বে নড়াইলের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গন নতুন উচ্চতায় পৌঁছাবে বলে সবাই আশাবাদী।
নড়াইল জেলার সর্বস্তরের মানুষ নতুন নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আশা করেছেন এই কমিটি নড়াইলের ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
সাংগঠনিক সম্পাদক মুন্সী আসাবুর রহমান আরাফাত বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র জনাব আরাফাত রহমান কোকো স্বপ্ন দেখতেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সব জায়গায় ক্রীড়া বান্ধব হবে। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা নড়াইল জেলা সহ সব উপজেলা গ্রামের স্কুল কলেজ মাদ্রাসাতে বাঙালি সংস্কৃতি এবং ক্রীড়া নিয়ে কাজ করব। বাংলাদেশ আগামীতে তৃণমূল থেকে ভালো মানের প্রতিভাবান ক্রীড়া ব্যক্তিত্ব বের করে আনতে পারি। আমরা চায় স্কুল কলেজ এর ছেলে মেয়েরা ভার্চুয়ালি জগত থেকে বের হয়ে ক্রীড়ামুখি হয়।