‘ভাইরাল’ তাহসানের বিয়ে
বিনোদন ডেস্ক, ঢাকা :
কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খানের বিয়ের খবর ও ছবিতে সয়লাব সামাজিক যোগাযোগমাধ্যম। এক কথায় ভাইরাল । সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করার পর তাহসান ও রোজা নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাতে থাকেন নেটিজেনরা। ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন অঙ্গনের অনেকে।
তবে এ বিষয়ে মন্তব্য না করে আজ সকালে তাহসান বলেন, সন্ধ্যায় চমক আসছে। সেই চমক হিসেবে আজ সন্ধ্যায় বিয়ের ছবি পোস্ট করলেন তিনি।
জানা গেছে, গতকাল গায়ে হলুদ সম্পন্ন হয়েছে, আজ সন্ধ্যায় হয়েছে বিয়ে। শনিবার সন্ধ্যায় বিয়ের ছবি প্রকাশও করছেন তাহসান। একটি ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে কবিতা আকারে তিনি লিখেছেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’ সঙ্গে হ্যাসট্যাগে জুড়ে দিয়েছেন ‘হোমফরলাইফ’।
তাহসানের স্ত্রী রোজা আহমেদ ১০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। রোজা নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেন। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স অর্জন করে পরবর্তী সময়ে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন।
উল্লেখ্য, ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও অভিনেত্রী মিথিলা। এরপর ২০১৩ সালের ৩০ জুলাই তাঁরা কন্যাসন্তানের মা–বাবা হন। পরে ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান। নিজের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এদিন দুপুরে তাহসান ও মিথিলা যৌথভাবে তাঁদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।