-
অস্ট্রেলিয়ার ভিসার জন্য আর দিল্লি যেতে হবেনা
-
নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিলেন সারজিস
-
পুলিশে চাকরির মিথ্যা প্রতিশ্রুতি, আটক ২
-
দানবীর আধ্যাত্মিক নেতা আগা খান মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম
জাতীয় শহীদ মিনারে সমাবেশে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান হামলার শিকার হন। এ ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের এক ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।
জানা যায়, অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে দেওয়া বক্তব্যের জের ধরে একদল যুবক তাকে মারধর করেন। আজ শনিবার (৪ জানুয়ারি) বিকেলে ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে ডাকা জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে যোগ দিয়েছিলেন ফারুক হাসান।
আহত অবস্থায় ফারুক হাসান গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। আমি রাজনৈতিক বক্তব্য দিয়েছি। আমার বক্তব্য সঠিক। কিন্তু ছাত্রদল আমার ওপর অতর্কিত হামলা করেছে। তারা আমার মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে।
যদিও, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ছাত্রদল নয় বরং হামলা করেছেন জাতীয় বিপ্লবী পরিষদের ব্যক্তিরা। রাশেদ আরও বলেন, ফারুক হাসানের অবস্থা গুরুতর। এই বিষয়ে এরই মধ্যে শাহবাগ থানায় জানানো হয়েছে এবং মামলা করা হবে। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।