১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার, সকাল ১১:৪৮



আজ : ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার প্রকাশ করা : জানুয়ারি ২, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    বঞ্চিত ৭৬৪ জন কর্মকর্তাকে পদমর্যাদা ও আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত

    নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম

    আওয়ামী লীগ সরকারের আমলে অবসরে যাওয়া বঞ্চিত ৭৬৪ জন কর্মকর্তাকে পদমর্যাদা ও আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। উপসচিব থেকে সচিব পর্যন্ত বিভিন্ন স্তরে এসব কর্মকর্তাকে ‘ভূতাপেক্ষ’ পদোন্নতিও দেওয়া হবে। তবে সরকারি চাকরিতে তাঁদের পুনর্বহাল করা হবে না, বা তাঁরা কখনো এই দাবি করতে পারবেন না—এমন শর্তে পদোন্নতি ও আর্থিক সুবিধা দিতে সম্মত হয়েছে অন্তর্বর্তী সরকার।

    আর্থিক কৃচ্ছ্রসাধনের কারণে প্রথম দফায় শুধু বকেয়া বেতন পাবেন বঞ্চিত এসব কর্মকর্তা।

    এ জন্য ২১ কোটি টাকা ছাড় করার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। পর্যায়ক্রমে এসব কর্মকর্তার আনুতোষিক ও পেনশন বাবদ অর্থ ছাড় করা হবে। গত বছর ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

    জানা গেছে, যোগ্যতা থাকার পরও ‘রাজনৈতিক’ তকমা দিয়ে আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে প্রশাসনে হাজারো কর্মকর্তাকে বঞ্চিত করা হয়েছে।

    এই কর্মকর্তাদের বছরের পর বছর ফেলে রাখা হয়েছে ‘গুরুত্বহীন’ পদে। মেধাবী, দক্ষ ও যোগ্য অনেক কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে ফেলে রাখা হয়েছিল দীর্ঘদিন। কাউকে কাউকে দেওয়া হয়েছিল বাধ্যতামূলক অবসর।