১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার, রাত ৯:৩০



আজ : ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার প্রকাশ করা : জানুয়ারি ২, ২০২৫

  • কোন মন্তব্য নেই

    টেসলার সাইবার ট্রাক বিস্ফোরণে নিহত ১

    আন্তর্জাতিক ডেস্ক । নিউজনেক্সটবিডি.কম

    যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি হোটেলের সামনে টেসলা সাইবার ট্রাকের বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় একজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

    লাস ভেগাসের শেরিফ কেভিন ম্যাকমাহিল সাংবাদিকদের বলেন, ‘বড় বিস্ফোরণের আগে’ বৈদ্যুতিক গাড়িটি ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের কাচের প্রবেশপথ পর্যন্ত চলে যায়।

    ভিডিও ফুটেজে দেখা গেছে, হোটেলের প্রবেশপথে সাইবারট্রাকটিতে দাউ দাউ করে আগুন ধরে যাওয়ার আগে, সেটিতে ছোট বিস্ফোরণ ঘটে।

    ম্যাকমাহিল জানান, সাইবারট্রাকের ভেতরে ‘একজন মৃত ব্যক্তি’ ছিলেন এবং সাতজন সামান্য আহত হয়েছেন।

    এদিকে এক্সে (সাবেক টুইটার) দেয়া পোস্টে টেসলার প্রধান ইলন মাস্ক দাবি করেছেন, বিস্ফোরণটি ‘খুব বড় আতশবাজি’ কিংবা ‘ভাড়া করা সাইবারট্রাকটিতে বহন করা একটি বোমা থেকে’ সৃষ্ট। এটি গাড়ির সঙ্গে সম্পর্কিত নয় বলেও দাবি তার।

    বিস্ফোরণের কারণ খুঁজে বের করতে কাজ করার কথা জানিয়েছে পুলিশ।