সরকারি ইট বিক্রির অভিযোগে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩
বেতাগী (বরগুনা) প্রতিনিধি :
বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের জলিসা বাজারে উপজেলা পরিষদের তৈরি করা সড়ক খুঁড়ে ইট বিক্রির অভিযোগে ইউপি সদস্যসহ ৩ জনকে গ্রেফতার করেছে বেতাগী থানা পুলিশ। গত কয়েকদিন ধরে ওই সড়কের ইট তুলে ইউনিয়ন পরিষদের সামনে স্তূপ করে রাখা হয়। রোববার (২৯ ডিসেম্বর) রাতে ইট বিক্রির খবর পেয়ে দুইজনকে আটক করে পুলিশ।
এ ঘটনায় ইউনিয়ন পরিষদের সচিব শৈলেন চন্দ্র রায় বাদী হয়ে বেতাগী থানায় একটি মামলা দায়ের করলে অভিযুক্ত এক ইউপি সদস্যসহ মোট তিন জনকে আটক করে।
আটককৃতরা হলেন, বর্তমান ইউপি সদস্যা ও হোসনাবাদ ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মো. মাসুদ আলম মৃধা, জালাল হাওলাদার ও মো. রিয়াজ।
জানা গেছে, বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তারটি কয়েক বছর আগে নির্মান করে উপজেলা পরিষদ। বর্তমানে পানি উন্নয়ন বোর্ড নতুন করে রাস্তাটির উপর বাঁধ নির্মান করছে।
বাঁধের কাজের সুবিদার্থে ওই রাস্তার ইটগুলো উঠিয়ে পরিষদের সামনে রাখলে ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো. মাসুদ আলম মৃধা, সাবেক ইউপি সদস্য ও হোসনাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সিদিক্কুর রহমান সরকারি ইটগুলো অন্যত্র বিক্রি করে দেয়। রোববার রাতে ৩ হাজার পিস ইট অন্যত্র বিক্রি করে দেওয়ার খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনা স্থলে এসে দুজনকে গ্রেফতার করে।
অভিযুক্ত ইউপি সদস্য মো. মাসুদ আলম মৃধা বলেন, বেরি বাঁধের কাজ শুরু হওয়ায় চেয়ারম্যানের নির্দেশে আমি ইটগুলো তুলে পরিষদের সামনে স্তূপ করে রাখি। তবে সেখান থেকে কে ইট বিক্রি করেছে তা আমি জানি না।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান রূপালী বাংলাদেশকে মুঠোফোনে বলেন, ইট বিক্রির ঘটনায় ইউনিয়ন পরিষদের সচিব বাদি হয়ে একটি মামলা করেছেন এবং বর্তমান ইউপি সদস্য মাসুদসহ তিনজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বেতাগী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বশির গাজী রূপালী বাংলাদেশকে বলেন, সরকারি ইট বিক্রির ঘটনায় ইউনিয়ন পরিষদ সচিব বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় ইউপি সদস্য সহ তিনজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে ।