-
কক্সবাজার দাড়িয়ারদীঘিতে বনভূমি দখলের হিড়িক
-
উখিয়ায় ১৩ শিক্ষার্থী পরীক্ষায় বসেছে, প্রধান শিক্ষক কারাগারে
-
টেকনাফে অপহৃত ১৮ জনকে উদ্ধার
-
নেপালে ৬.১ মাত্রার ভূমিকম্প
নিজস্ব প্রতিবেদক । নিউজনেক্সটবিডি.কম
অভ্যুত্থানে গণহত্যায় উস্কানি দেওয়ার অভিযোগে পাঁচজনের সদস্যপদ স্থগিত করেছে জাতীয় প্রেসক্লাব।
দি সাউথ এশিয়ান টাইমস্ পত্রিকার সম্পাদক দীপক কুমার আচার্য, ইপিবিডি ডটকমের সম্পাদক মোল্লাহ এম আমজাদ হোসেন, গ্লোবাল টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইশতিয়াক রেজা, বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরকার ও দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল আলম।
গত শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জুলাই বিপ্লবে ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যায় উস্কানি প্রদান এবং পতিত সরকারের দোসর হিসেবে কাজ করায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া তালিকায় বাকি পাঁচ সদস্যের সদস্য পদ স্থগিত করা হলো। ২৭ ডিসেম্বর ক্লাব সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, চলতি বছরের ২৪ নভেম্বর ছয় জন সাংবাদিককে বহিষ্কার এবং চার জনের সদস্যপদ স্থগিত করেছিল জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষ।